রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে অতিরিক্ত ডিআইজির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে অতিরিক্ত ডিআইজির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন 

কিশোরগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাশরুকুর রহমান খালেদ (বিপিএম বার)।

গত শুক্রবার রাতে কিশোরগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী কালিবাড়িসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ ও মতবিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু নারায়ণ দত্ত প্রদীপ, শ্রী শ্রী কালীবাড়ির সভাপতি বাবু অসীম সরকার বাঁধন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ,বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এজিএস দিলুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

টিএইচ